সাব্বির আকাশ, হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
আজ (১৭ এপ্রিল ) উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব।
ঐতিহাসিক মুজিবনগর সরকারের বিভিন্ন প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,কৃষি কর্মকর্তা সজিব সরকার, সমবায় কর্মকর্তা মামুনুর রশীদ ,,তথ্যসেবা কর্মকর্তা নাসরিন সুলতানা,সুকোমল রায়,মুক্তিযোদ্ধা ফুল মিয়া,চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল ,যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ,ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান ,,প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।