মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুরে পেশিশক্তি দেখিয়ে চাচার বাড়ি প্রবেশের পথ/রাস্তা বন্ধ করে দিয়েছে তার ভাতিজারা।এই ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।স্থানীয় মেম্বার মুরুব্বিরাও এই বিরোধ মিমাংসায় ব্যর্থ হচ্ছেন।এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন বাড়ির সদস্যরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নর দাশপাড়া গ্রামের পুকুরপাড় মহল্লায়।ভুক্তভোগী চাচার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদের অভিযোগ দলিলে রাস্তা হিসেবে থাকা যা ২ যুগ থেকে রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে।তার ভাতিজারা জোর করে সেখানে বেড়া দিয়ে দিয়েছে।তারা আমাদের উপর হামলা করেছে।আমরা একটি ফৌজদারি মামলাও দায়ের করেছি যা তদন্তাধীন।
অভিযুক্ত ভাতিজারা হচ্ছেন ওই গ্রামের সিরাজ মিয়ার পুত্র সেবুল মিয়া ও জাহিদ মিয়া।যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য নূর রহমান জানান,রাস্তায় বেড়া দেয়া গুরুতর অন্যায়।আমি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্তরা আমার ডাক মানে না।
ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাসেদ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমি খোঁজখবর নিয়ে দেখার চেষ্টা করব।