মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা এলাকায় জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে কৃষকের সিম গাছ কেটে ফেলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ জসিম উদ্দিন (৫৫) মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে হরিণখোলা সাকিনে মহিউদ্দিনের বাড়ির পাশের জসিম উদ্দিনের ১০ শতক সবজি ক্ষেতে হামলা চালায় চারজন। অভিযুক্তরা হলেন—সুরুজ মিয়া (৫৬), তার ছেলে ফারুক মিয়া (৩০), কাজল মিয়া (২৪) এবং খায়রুল মিয়া (২২)।
বাদীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি–সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরেই ওইদিন বিবাদীরা দা, লাঠি ও সোঠা নিয়ে তার সিম গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
জসিম উদ্দিন আরও জানান, তিনি প্রতিরোধ করতে গেলে বিবাদীরা তাকে মারধরের চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায়। ঘটনাটি এলাকার একাধিক ব্যক্তি প্রত্যক্ষ করেছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় থানায় তদন্তের অনুরোধ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
মাধবপুর থানার দায়িত্বশীল কর্তৃপক্ষ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

