মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ মাধবপুরে উপজেলার কাসিমনগর থেকে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে দিনব্যাপী জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে হাজারো আশেকান- মুরিদান ও ভক্তবৃন্দ অংশ নেন।
জশনে জুলুসের নেতৃত্ব দেন, হযরত শাহজালাল (র.) হযরত শাহপরান (র.) এর প্রধান সেনাপতি মুরারবন্ধ নাসিরুদ্দিন সিপাহী সালাহ্ বংশধর ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ ইলিয়াছুর রহমান (র.) সুযোগ্য সাহেবজাদা সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম) সাহেব পীর খান্দুরা হাবেলী শোভাযাত্রায় অংশ নিয়ে ভক্তবৃন্দ রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন এবং মিলাদুন্নবীর মহিমা তুলে ধরেন,সব ঈদের ই শেরা ঈদ ঈদে মিলাদুন্নবী।
এছারা আরো উপস্থিত ছিলেন, মাধবপুর থানার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ, ২নং চৌমুহনী ইউপি-চেয়ারম্যান মাহাবুবুর রহমান (সোহাগ )সহ আরো সাংবাদিকবৃন্ধ ছিলেন।
শোভাযাত্রা শেষে মনতলা জাহাজালাল সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মাহফিল, মিলাদ, কিয়াম, জিকির ও বিশেষ দোয়া। শেষে উপস্থিত আশেকান ও মুরিদানদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এ বছরও শান্তিপূর্ণ পরিবেশে জশনে জুলুসে সম্পন্ন হয়েছে। এতে মাধবপুরসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা যোগ দেন।