মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
আজ ১২ আগস্ট ২০২৫ খ্রি: রোজ ( মঙ্গলবার) সকাল ১০ ঘঠিকার সময় অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তন,প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জাহিদ বিন কাশেম,সভার সভাপতি হিসাবে উপস্হিতি ছিলেন, উপজেলা যুব উন্নয় অফিসার জনাব ফয়েজ আহাম্মেদ, মাধবপুর থানার অফিসার ইনসার্চ সহিদুল্লাহ অনুষ্টান সঞ্চালনায় করেন, ষুব উন্নয়নের সহকারী কর্মকর্তা জনাব মো : হারুনুর রশিদ,মাহবুবুর রহমান সোহাগ চেয়ারম্যান, চৌমুহনী ইউপি,সৈয়দ সোহেল নোয়াপাড়া ইউপি,চেয়ারম্যান ।
এছারা আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি সাংবাদিক বৃন্ধ উপস্থিত ছিলেন, যুব উন্নয় অধিদপ্তরের উদ্যোক্তারা বক্তব্য রাখেন ইয়াছিনুর রহমান,রুবেল মিয়া সহ আরো কয়েকজনএ সময় বক্তারা আলোচনায় মাদক থেকে দূরে থেকে যুব উন্নয় প্রশিক্ষণ গ্রহণ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, এই দিকে অগ্রসর হতে হবে।
যুব উন্নয় প্রশিক্ষণার্তীর মধ্যে সাত জনকে চেক প্রদান করেন,বায়োগ্যাস প্লান্ট প্রশিক্ষণার্তীদের ব্যাগ প্রদান করেন,মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের অনুমোতিক্রমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।