ঢাকাSaturday , 27 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে ট্রাকের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত।

দেশ চ্যানেল
September 27, 2025 4:09 pm
Link Copied!

মাধবপুর উপজেলা প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় শচিন দাস পানিকা (২৮) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নারায়ণপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত শচিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা এবং বালক দাস পানিকার ছেলে। জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রাজ্জাক তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার গুরুতর আহত হয়েছেন। আহত ইউসুফকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থার সঙ্গে সঙ্গে চিকিৎসা চলছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং আহত ও নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। শচিনের মা-বাবা ও ভাইবোনের দাবি, “কেবল স্মৃতি আর অবর্ণনীয় কষ্টই রয়ে গেছে শচিনের মৃত্যুর পর। আমাদের ছেলে হঠাৎ করে চলে গেল, তার শূন্যতা কখনো পূরণ হবে না।”

স্থানীয়রা জানাচ্ছেন, ঢাকা-সিলেট মহাসড়কের এই অংশে যানজট ও দ্রুত গতির গাড়ির কারণে সড়ক দূর্ঘটনার ঘটনা আগে থেকে সাধারণ। কর্তৃপক্ষের প্রতি তারা দ্রুত ও সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST