ঢাকাWednesday , 5 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • হবিগঞ্জ মাধবপুরে দুই মোবাইল চিন্তাইকারী আটক।

    দেশ চ্যানেল
    February 5, 2025 10:17 am
    Link Copied!

    মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

    মোবাইল ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক ছিনতাইকারী চক্রের দু’ই সদস্য।

    বুধবার সকাল পৌনে ৯টার দিকে মাধবপুর উপজেলার শাহজীবাজার গ্যাসফিল্ড এলাকায় রেলপথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।মোবাইল চোর চক্রের সদস্যরা মোবাইল ছিনতাই করতে হ্যাঁচকা টান দিয়েও রেহাই পায়নি জনতার হাত থেকে। পেছনে দৌড়ে আটক করা হয় তাঁদেরকে।

    এসময় চোর চক্রের সদস্যের কাছে ১টি ধারালো চাকু, ১টি সানলাইট নামক লাইটার, ১টি কাটা চামচ পাওয়া যায়।

    ভুক্তভোগী স্থানীয় চারু সিরামিক কোম্পানির শ্রমিক হাফিজুর রহমান বলেন, দু’ই জন ছিনতাইকারী রেলপথে হেঁটে আসছিলো, আমি তখন রেললাইনে দাঁড়িয়ে ফোনালাপে ব্যস্ত ছিলাম। তাঁরা দু’জন আমার কাছাকাছি আসামাত্রই আমার হাতে থাকা মোবাইলটিকে হ্যাঁচকা টান দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ সুর-চিৎকার করলে আশেপাশের জনতায় তাঁদেরকে আটক করেন।

    আটককৃতরা হলেন, নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকার নাছির মিয়ার ছেলে জীবন মিয়া (২৪), ও একই এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে নুরআলম (২৫)।

    এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST