ঢাকাWednesday , 10 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘিরে বৈষম্যের তীব্র অভিযোগ।

দেশ চ্যানেল
December 10, 2025 10:19 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জের মাধবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব মোরশেদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ মাধবপুর গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন—

“পুলিশ ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। জননিরাপত্তায় আমি সর্বোচ্চ আন্তরিকতা দেখাবো।”

উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্যকে স্বাগত জানালেও, সভাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।

বৈষম্যের অভিযোগে উত্তপ্ত সাংবাদিক মহল মাধবপুরের বিভিন্ন প্রেস ক্লাব সূত্রে জানা যায়—

উপজেলায় ৫–৬টি সক্রিয় প্রেস ক্লাব থাকা সত্ত্বেও, ওসি মাহাবুব মোরশেদ কেবলমাত্র দুইটি প্রেস ক্লাবকে আমন্ত্রণ জানান।

বাকি ৩–৪টি প্রেস ক্লাব কোন আমন্ত্রণই পায়নি।

এতে করে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই দৃঢ় ভাষায় বলেন—

“৫ আগস্টের আগের মতোই বৈষম্যের একই চিত্র। নতুন ওসি দায়িত্ব নিয়েই বৈষম্যমূলক আচরণ করলেন—এটা অত্যন্ত দুঃখজনক।”

তাদের অভিযোগ, প্রশাসনের যেকোনো অনুষ্ঠানে সব প্রেস ক্লাবকে সমান মর্যাদায় আমন্ত্রণ জানানোই শিষ্টাচার। প্রথম আনুষ্ঠানিক সভাতেই এমন বাছাই করা আমন্ত্রণ—সাংবাদিকদের মাঝে গভীর হতাশা সৃষ্টি করেছে।

সাংবাদিকদের প্রশ্ন— এটা কি অবহেলা, নাকি উদ্দেশ্যমূলক।

অনেক সাংবাদিক প্রশ্ন তুলেছেন—

“মাধবপুরে সরকারি কিংবা প্রশাসনিক কোনো অনুষ্ঠানে প্রেস ক্লাব বাছাই করে আমন্ত্রণ জানানো কেন এই বৈষম্য? এটি কি নতুন ওসির অজানা অবহেলা, নাকি পরিকল্পিত বঞ্চনা?”

প্রশাসনের প্রতি তিন দফা দাবি ক্ষুব্ধ সাংবাদিক সমাজ জানিয়েছে—

১)সব প্রেস ক্লাবকে সমানভাবে আমন্ত্রণ জানাতে হবে।

২) বৈষম্যমূলক আচরণ বন্ধে প্রশাসনিক নির্দেশনা প্রয়োজন।

৩) সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সবাইকে দায়বদ্ধ করতে হবে।

মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আল আমিন ইসলাম বলেন—

“সাংবাদিকদের মধ্যে বৈষম্য করে উন্নয়ন সম্ভব নয়। মাধবপুরের সকল সংবাদকর্মীই সমান মর্যাদা পাওয়ার অধিকার রাখেন। নতুন ওসির প্রথম সভাতেই কয়েকটি প্রেস ক্লাবকে বাদ দেওয়া অত্যন্ত দুঃখজনক। প্রশাসনিক শিষ্টাচার বজায় রাখতে হলে ভবিষ্যতে সব প্রেস ক্লাবকে সমানভাবে মূল্যায়ন করা বাধ্যতামূলক।”

তিনি আরও জানান—“আমরা আশা করি, নতুন ওসি ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে আরও সমন্বিতভাবে কাজ করবেন এবং বৈষম্যমুক্ত পরিবেশ নিশ্চিত করবেন।”

নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মাহাবুব মোরশেদ বলেন,আমি সবার সাথে পরিচিত হওয়ার জন্যই মূলত বলেছিলাম,তবে যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম বলার জন্য হয়তো ভুলবশত দাওয়াত দেয় নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST