মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান নামে এক আওয়ামীলীগপন্থী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিগত ৫ অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
সূত্র জানায়, মাধবপুর থানার এসআই শাহনুর ও তার ফোর্স অভিযান চালিয়ে মীরনগর একাকা থেকে তাকে গ্রেফতার করে।বর্তমানে সে মাধবপুর থানার হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত,মিজানুর রহমান স্থানীয় আন্দিঊড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়া মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাণীর পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন ।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগে দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।