মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে সূর্য বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সূর্য ওই গ্রামের জুটন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

