সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে উপেজলা প্রশাসনের হস্তক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে।
মাধবপুর পৌর সদরের বাজারে অব্যবস্থাপনা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।কাপড় পট্টি,মোদক পট্টি,কামার পট্টি,নাসিরনগর রোড,বাসষ্ট্যান্ডে রাস্তায় ফলমুল-সবজিসহ বিভিন্ন দোকান সাজিয়ে বসার ফলে রাস্তা হয়ে যাচ্ছে সরু।ফলে মানুষ ও যান বাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে না।প্রতিদিন যানজটে পড়তে হয় পৌর শহরে সদাই করতে আসা ক্রেতাদের।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল এর নেতৃত্বে পৌর সদরে শুরু হয়েছে অবৈধ স্থাপনা ,রাস্তায় অবৈধভাবে বসা ফলমুল-সবজির দোকান উচ্ছেদ। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন কাউন্সিলর জানান, প্রশাসনের হস্তক্ষেপের ফলে বাজারে যানজট অনেকটাই কমেগেছ। বাসষ্ট্যান্ডে এ রকম উচ্ছেদ অভিযান প্রয়োজন বলে তিনি মনে করেন।
মাধবপুর বাজারে সদাই করতে আসা একজন ক্রেতা জানান, প্রশাসনের ভূমিকার প্রশংসা করতে হয় তবে কিছুদিন পরেই আবার রাস্তায় যাতে কোন দোকান না বসে এ বিষয়ে তিনি উদ্বিগ্ন প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল জানান,সামনে মাহে রমজান। জন সাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে প্রশাসন সব সময় তৎপর থাকবে।
মাধবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন জনসাধারণ।