ঢাকাFriday , 23 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে বাক প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন।

দেশ চ্যানেল
January 23, 2026 11:46 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে বাক প্রতিবন্ধী নিজ কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি শেখ আহমদ বলুর ছেলে শেখ জামাল ওরফে আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুম্মার নামাজের পর রসুলপুর গ্রামে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগদীশপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বাক প্রতিবন্ধী কন্যার শারীরিক ও মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে অভিযুক্ত শেখ জামাল ওরফে আলম দীর্ঘদিন ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “এটি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য চরম লজ্জাজনক ঘটনা। একজন পিতা কীভাবে নিজ সন্তানের ওপর এমন পাশবিক নির্যাতন চালাতে পারে—তা কল্পনাতীত।” তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমনে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST