মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নে বাউল গানের অনুষ্ঠানের নামে অশ্লীলতা, মাদক সেবন–বিক্রি ও জুয়ার আয়োজনের অভিযোগ তুলেছেন স্থানীয় ওলামায়ে কেরাম ও সচেতন নাগরিকরা। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ ৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, বাঘাসুরা উত্তর–পূর্ব গ্রামে আগামী ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার একটি বৃহৎ বাউল সংগীতানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের অনুষ্ঠানে নর্তকীদের মাধ্যমে অশ্লীলতা ছড়ানো, মাদকদ্রব্যের ক্রয়–বিক্রয় এবং জুয়ার আসর বসার আশঙ্কা রয়েছে। এতে যুবসমাজ বিপথে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে বলে অভিযোগকারীরা উল্লেখ করেন।
এছাড়া তারা আরও জানান, সাম্প্রতিক সময়ে ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে জেলহাজত থেকে মুক্ত করার উদ্দেশ্যে এই আয়োজন করা হতে পারে—এমন আশঙ্কাও তাদের রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
স্থানীয় ওলামায়ে কেরামের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন হাফেজ জসিম উদ্দিন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

