ঢাকাWednesday , 26 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে ভূমি রেকর্ড জালিয়াতি ও দখল চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় আজগর আলীর পরিবার।

দেশ চ্যানেল
November 26, 2025 12:19 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা মৌজায় ভূমির রেকর্ড জালিয়াতি এবং জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ করেছেন একই গ্রামের ভুক্তভোগী মোঃ আজগর আলী।

ভুক্তভোগী আজগর আলী জানান, তিনি পুরাইকলা মৌজা, জে.এল–২, দাগ নং ৪৮৫-এর মোট ৩৩ শতক ভূমি ২০০২ সালে স্থানীয় শান্ত মিয়ার কাছ থেকে ক্রয় করেন। এর আগে জমিটি দীর্ঘ ৩০ বছর ধরে শান্ত মিয়ার ভোগদখলে ছিল। কেনার পর আজগর আলী টানা ২৩ বছর ধরে জমিটি ভোগদখল করে আসছেন। গ্রামের মুরব্বিরা এ বিষয়ে অবগত আছেন।

তিনি আরও জানান—তিনি ও তার পরিবার ঢাকায় বসবাস করতেন। সেই সময় বিগত মাঠ জরিপে প্রতারণার মাধ্যমে উক্ত জমিটি স্থানীয় মোঃ ইউসুফ খানের নামে রেকর্ড করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ভূমি অফিসে যোগাযোগ করলে তাকে জানানো হয়—জমির রেকর্ড ইতোমধ্যে ইউসুফ খানের নামে চলে গেছে।

ঘটনার পর আজগর আলী গ্রামবাসীকে বিষয়টি জানান এবং এস.এ. রেকর্ড মালিকদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান—তারা কখনো ইউসুফ খানের কাছে জমি বিক্রি করেননি, কোনো অ্যাগ্রিমেন্ট বা দলিলও করেননি। বরং তারা নিশ্চিত করেন, জমিটি যেহেতু বৈধভাবে আমাদের দখলে ও মালিকানায় ছিল, তাই প্রতারণার মাধ্যমে ইউছুফ খাঁ রেকর্ড তৈরি করেছে।

এ ঘটনায় এস.এ. মালিক ২০২১ সালে বাদী হয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলা চলমান অবস্থায় ইউসুফ খান, তার ছেলে জসিম উদ্দিন খান এবং ভাই জাহাঙ্গীর আলম (আয়াত আলী) নিয়মিতভাবে ভুক্তভোগীকে হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আজগর আলী বলেন, যেহেতু তারা রেকর্ড করে ফেলেছে—জমি তারা দখল করবেই। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক যোগাযোগ ব্যবহার করে আমাকে এবং আমার পরিবারকে ভয় দেখিয়ে জমি ছাড়তে চাপ দিচ্ছে।

ইউছুফ খাঁ বলেন—তার ভাই জাহাঙ্গীর আলম (আয়াত আলী) মাধবপুর উপজেলা আওয়ামী লীগের উলামা লীগের সভাপতি ও জেলা তাঁতীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এতে তিনি এলাকায় আরও প্রভাবশালী হয়ে ওঠেন এবং একাধিক জমি এভাবে জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে রেকর্ড করিয়েছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে জানা যায়—তারা অল্প মূল্যে বা সস্তা জমি বিনিময়ের প্রলোভন দেখিয়ে দখলে নিয়ে যায়।

হুমকি-ধামকির কারণে বাধ্য হয়ে আজগর আলী স্থানীয় সালিশ ডাকেন এবং গ্রামবাসীদের উপস্থিতিতে ঘটনাটি মিডিয়ার সামনে তুলে ধরেন। পরে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আজগর আলী বলেন,“আমরা সাধারণ মানুষ। আমাদের জমি জবরদখলের চেষ্টা চলছে। প্রতিনিয়ত হুমকির মুখে পরিবার নিয়ে আতঙ্কে আছি। মিডিয়ার মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমার পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST