মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজাদী ছাত্র-জনতার উদ্যোগে ‘দোয়া ও কফিন মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর মাধবপুর উপজেলা গেট থেকে কর্মসূচি শুরু হয়। শুরুতে প্রতীকী কফিন মিছিল বের করা হয়, যা পরবর্তীতে বিক্ষোভ মিছিলে রূপ নেয়। এ সময় মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নিলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন শহীদ ওসমান হাদী। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সেদিনই তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
আজাদী ছাত্র-জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়, শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচির শেষ পর্যায়ে মাধবপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

