মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ মাধবপুর বাজার থেকে মনতলা যাতায়াতের রাস্তায় সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই,ডাকাতি রোধ ও সব শ্রেণি পেশার মানুষের চলাচল নিরাপদ করতে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলামের নেতৃত্বে একটি টিম। ঝোপঝাড় পরিষ্কারের এই কর্মযজ্ঞে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শনিবার দুপুরে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলামের নেতৃত্বে মাধবপুর-মনতলা সড়কের আলাকপুর গ্রাম এবং রাজনগরের মধ্যে রাস্তার দুইপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এই রাস্তার চলাচলকারী যাত্রী সাধারণ ও যানবাহন ড্রাইভাররা যাতে ডাকাতের শিকার না হয় এবং তা প্রতিরোধ করার জন্য এই ঝোপঝাড় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শাহজাহান পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক মিয়া,যুগ্ম আহ্বায়ক আশিক মিয়া,আদাঐর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন খোকা,সদস্য রনি মিয়া, রায়হান মিয়া,মাসুম মিয়া,জুয়েল মিয়া সহ আরো অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা সড়কে চলাচলকারী যানবাহনে আটকিয়ে হাতিয়ে নেয় টাকা পয়সা।চুরি, ডাকাতি এবং সড়ক দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সড়কের দুই পাশের রাস্তার ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মযোগ্য চলছে। কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ চলবে।
একজন সিএনজি ড্রাইভার বলেন, রাতের বেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে ডাকাতদলের কারণে,তারপর দূর্ঘটনা ও ঘটতে পারে।
মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আল আমিন ইসলাম বলেন, আমরা সাধারণ মানুষকে সহযোগিতা করতে চাই। আমাদের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অনেক নেতাকর্মী ঝোপঝাড় পরিষ্কার পরিচালনা করার জন্য অংশগ্রহণ করেছে। আশা করি নির্বিঘ্নে যানবাহন চালক এবং যাত্রী সাধারণ চলাফেরা করতে পারবেন এই রোডে।