মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার মাধবপুর বাজার এলাকার ৭ নম্বর ওয়ার্ডে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে ফুটপাত দখল করে হকারদের বসতি এবং অনিয়ন্ত্রিত সিএনজি অটোরিকশা চলাচলের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে সাধারণ যাত্রীসহ স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মাধবপুর ডাকবাংলোর পাশের গুরুত্বপূর্ণ অংশে হকাররা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে। ফলে পথচারীরা নিরাপদে চলাচল করতে পারছেন না। একই সঙ্গে সড়কের ওপর এলোমেলোভাবে সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থাকা ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে যানজট লেগে থাকে।
এলাকাবাসীরা জানান, মাধবপুর উপজেলা সদর মেডিকেল হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। চারদিক থেকে দুর্ঘটনায় আহত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। কিন্তু দীর্ঘ যানজটের কারণে অ্যাম্বুলেন্স দ্রুত চলাচল করতে পারে না। ফলে গুরুতর রোগীদের ব্রাহ্মণবাড়িয়া কিংবা সিলেটের বড় হাসপাতালে পাঠাতে গিয়ে সময়মতো পৌঁছানো সম্ভব হয় না। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি আরও বেড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মতে, ফুটপাত দখলমুক্ত করা এবং সিএনজি অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনলে দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমবে। তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মাধবপুরবাসীর পক্ষ থেকে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ হকার উচ্ছেদ এবং সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

