মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে নতুন কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ। এ নির্মাণ কাজ সম্পন্ন হলে হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের বহনকারী অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের চলাচল আরও সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম।
উদ্বোধনকালীন তিনি বলেন, এই কালভার্টটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে ছিল। নতুন করে নির্মাণ কাজ শেষ হলে রোগীসেবা আরও গতিশীল হবে এবং জনসাধারণের ভোগান্তিও দূর হবে।”
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (UH&FPO) কর্মকর্তা ইমরুল হাসান জাহাঙ্গীর এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য সহকারী কর্মকর্তা বৃন্দ। তারা নতুন অবকাঠামো নির্মাণকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে হাসপাতালে সেবা গ্রহণকারীদের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ সৃষ্টি হবে।
প্রসঙ্গত, দ্রুত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

