মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন যুবলীগের নেতা মাহফুজ মিয়া। আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৫ বছর গ্রামের পাড়া প্রতিবেশীর কাছে সে ছিল যেন মূর্তিমান আতঙ্ক। হাসিনার পতনের পরেও তাণ্ডব থামছে না এই নেতার।
স্থানীয়দের ভাষ্য মতে, সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মিঠাপুকুর তার এলাকায় সব সময় ভয়ের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে ভূমি দখলের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ পাড়া প্রতিবেশীর দীর্ঘদিনের।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর অধিকাংশ নেতাকর্মী এলাকা ছাড়া হলেও মাহফুজ মিয়া এখনো এলাকায় বহাল তবিয়তে রয়েছেন। দুর্দান্ত দাপটের সঙ্গে এখনো চালিয়ে যাচ্ছেন দখলবাজি পাড়া প্রতিবেশীদের হুমকি ধামকি ও নির্যাতন।
জানা যায়, মিঠাপুকুর গ্রামের সোনাব আলীর ছেলে মাহফুজ মিয়া।তার বাবা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মাহফুজ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন যুবলীগ নেতা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এই মানুষটি দখলদার।সে জায়গা দখল করেছে উসকানি দিয়ে প্রতিবেশীদের সাথে ঝগড়া করেছে,আবার সে নিজেই মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি করছে তাকে সহযোগিতা করছে বিএনপির কিছু নেতা এবং পুলিশ প্রশাসন।
সম্প্রতি মাহফুজ মিয়ার দখলের শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী তাদের দুর্দশার কথা তুলে ধরেন।
আবুল হোসেন জানান,মাহফুজ যে বাড়িতে আছে এই বাড়িটিতে জোরপূর্বক ৩ শতক জায়গা বেশি দখলকৃত গ্রামের প্রত্যেকটি মানুষ স্বাক্ষী।আমরা নিরীহ মানুষ তাই তার প্রতিবাদ করতে পারি না।তার অনেক কর্মকাণ্ড আছে যে গুলো খুবই জগন্য।
সপন মিয়া বলেন, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত আওয়ামী শাসনামল থেকে সে আমাকে বহুবার হুমকী দিয়েছে, আমাকে রাজনৈতিক ভাবে হয়রানির চেষ্টা করেছে তার দলীয় প্রভাব দেখিয়ে জায়গা জমিও জোরপূর্বক দখল করে রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,মাহফুজ আওয়ামী লীগের শাসনামলে দলীয় প্রভাব দেখিয়ে পাড়া প্রতিবেশীর অনেক ক্ষতি করেছে এখন আবার বিএনপির ২/৩ জন নেতার সাথে ঘনিষ্ঠতা করে তার ক্ষমতা সেই আগের মতই দেখানোর চেষ্টা করছে।