মো: তুহিন আলম রেজুয়ান
নবীগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় যুব লীগের কার্য নির্বাহী সদস্য দেওয়ান মোহাম্মদ সাহেদ গাজী। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলায় তিনি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য দলীয় নেতাদের ‘ডামি’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে এবং এলাকার জনগণের জোড়ালো দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমি আমার আসনের সাধারণ মানুষের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। তিনি আর ও বলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সর্ব সাধারণের সঙ্গে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক প্রাক্তন এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেবের সন্তান হিসেবে আগেও আমার বড় ভাই দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী এই আসনের সংসদ সদস্য হিসেবে ছিলেন। আমিও প্রাক্তন এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেবের সর্বকনিষ্ঠ সন্তান দেওয়ান মোহাম্মদ সাহেদ গাজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বসাধারণের কাছে দোয়া ও আশীর্বাদ চাই। এই প্রতিবেদককে তিনি বলেন, আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি গত তিন চার দিন আগে এই সময় তিনি বলেন, আমার বাবা দেওয়ান ফরিদ গাজী সাহেব মৃত্যুর আগে বলে গিয়েছিলেন বাবারে আমার নবীগঞ্জ বাহুবালবাসী উনাদের খেদমত করো, উনারা যেভাবে ইজ্জত করে তোমরাও সেভাবে ইজ্জত করো।