মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনে ছড়ি মার্কার প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন মোঃ রাশেদুল ইসলাম খোকন।
মনোনয়নপত্র গ্রহণের সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।
মোঃ রাশেদুল ইসলাম খোকন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী। দলটির নির্বাচন কমিশন নিবন্ধন নম্বর ৪১।
এ সময় তিনি বলেন,“মহান স্রষ্টার প্রতি সমর্পিত হয়ে মানুষ ও মনুষ্যত্বের মুক্তি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। ডান-বাম নয়, বাংলাদেশকে সামনে রেখেই আমাদের পথচলা।
তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬০ ধারা বাস্তবায়নের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করাই তার অন্যতম অঙ্গীকার।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ সংসদীয় আসনটি মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত।

