মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি হবিগঞ্জ-৪ আসনের দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল শাহজাহানপুর ইউনিয়নে বিশাল জনসভা।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন,আপনাদেরকে বলব ভোটের জন্য প্রতি বাড়ি, মহল্লায় গিয়ে আপনারা ভোট সংগ্রহের কাজে লেগে যান ইনশাআল্লাহ আমরা বিশাল ভোটে বিজয়ী হব।আমি বিজয়ী হলে উন্নয়নের জন্য আমাকে বলতে হবে না,আমি উন্নয়ন পাগল মানুষ এই গুলো আমার নেশা।নির্বাচন সুষ্ঠু হবে,আপনারা নিশ্চিন্তে থাকেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন,যারা সংখ্যালঘু ভাই বোন আছেন তারাও আমাদের ভাই বোন তাদেরকে কোন ভাবেই নির্যাতন করা যাবে না,তাদের নিরাপত্তার জন্য আমি সর্বোচ্চ কাজ করব,চা শ্রমিক ভাই বোনরা যারা আছেন তাদের বলব আপনাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত হলে আমাদের বড় ক্ষতি হবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করতে পারে এবং আমরা সংসদে যেতে পারি, তাহলে মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক উন্নয়ন হবে। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির জনসভায় আলফাজ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান ,মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল,সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহ সভাপতি অলি উল্লাহ,সহ সভাপতি পারভেজ হোসেন চৌধুরী ,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান,সহ সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম, সদস্য হাবিবুর রহমান মানিক,মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম,জহিরুল ইসলাম সিয়াম, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাদেক মেম্বার,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুবদল নেতা খোকন মিয়া,আবেদ আলী প্রমূখ।

