তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি :
কেএমপির হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে দিঘলিয়া থানাধীন পানিগাতি এলাকা থেকে নগদ টাকা সহ মোঃ লিটন খান(৩৫)নামের চোর চক্রের এক সদস্যকে আটক করেছে। হরিনটানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা,এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ হরিণটানা থানার মামলা নং-১০/২৪,ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড এর তদন্তে দিঘলিয়া থানাধীন পানিগাতি এলাকা থেকে দিঘলিয়া থানা পুলিশের সহায়তায় মোঃ হারুন খানের ছেলে আসামী মোঃ টিটন খান কে আটক করে। এরপর আসামীকে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদে আসামী অত্র মামলার ঘটনার সাথে জড়িত ও চোরাই টাকা নেওয়ার বিষয়ে স্বীকার করে এবং আরো জানায় যে অত্র মামলার ঘটনার পর সে উক্ত চোরাই টাকা গত ১৩ মার্চ তার নিজ নামীয় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দৌলতপুর,খুলনা শাখায় জমা রেখেছে । আসামীর স্বীকারোক্তি ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক ৩১ মার্চ ১০ টার সময় আসামীকে নিয়ে উক্ত এসআই সঙ্গীয় ফোর্সসহ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দৌলতপুর,খুলনা শাখায় উপস্থিত হয়ে আসামীর নিজ নামীয় চেক এর মাধ্যমে নগদ ৮ লক্ষ ৯৫হাজার টাকা উত্তোলন এবং ডাচ ব্যাংকের অফিস কক্ষে উপরোক্ত উত্তোলনকৃত টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে এসআই মোঃ রফিকুল ইসলাম জব্দ করেন।আসামী খুলনা জেলাসহ আশপাশ এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন স্থান হতে চুরি করেছে মর্মে তথ্য প্রমান পাওয়া যাচ্ছে।আসামী আন্তঃজেলা চোর চক্রের একজন সক্রিয় সদস্য। ইতিপূর্বে ধৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।