জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের হরিনাকুন্ডুর চারাতলা নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঝুঁকিপুর্ন ও বর্জ উৎপাদন কারী প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।
বুধবার (১৩ই মার্চ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় উপস্থিত থেকে জরিমানা আরোপ ও আদায় করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেন।
অত্র প্রতিষ্ঠানে নিয়মিত হচ্ছিলো সিসাগলানো যার কারনে পরিবেশ দূষিত হয়ে এলাকার চারপাশে বিষক্রিয়া ছড়াচ্ছিলো। এতে করে ক্ষতি হচ্ছিলো আশেপাশের জনগণ ও গবাদিপশুর। অভিযুক্তর নাম ও ঠিকানা হচ্ছে, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের ভালকিবাজারের পায়রাডাঙ্গা গ্রামের মৃত আলহাজ্ব আয়ুব হোসেন মন্ডলের ছেলে মোঃ ডালিম (৫০)। সেখানে অভিযোগ দাখিলকারী কর্মকর্তা হিসেবে ছিলেন, মোঃ আশরাফ আলী, পরিদর্শক পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়, ঝিনাইদহ। অভিযোগ টি ছিলো ঝুঁকিপুর্ন বর্জ উৎপাদন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের – ১৯৯৫ ( সংশোধন ২০১০) এর ৬ (গ) ধারাই ভ্রাম্যমাণ আদালত হয়। আর এই ভ্রম্যমান আদালতে জব্দকৃত মালামালের গুলো হচ্ছে, নাটবল্টু, পাইপ রিং, কড়াই। পরিমান হচ্ছে ৮৭০০/= টাকা মতো। এই মালামাল জব্দ করার সময় স্বাক্ষী ছিলেন, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভালকিবাজারের, জব্বার আলীর ছেলে মোঃ দেরোয়ার (৫০) ও মোহাম্মদ আলীর ছেলে মোঃ রুহুল আমিন (৩৯)।