রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
সারাদেশে বিএনপি জামায়াতের অপশক্তির সন্ত্রাস নৈরাজ্য হত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন হাতিয়া উপজেলা ছাত্রলীগ, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগ, হাতিয়া পৌরসভা ছাত্রলীগ।
রবিবার( ২৯অক্টোবর) উপজেলার ওছখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল টি উপজেলা পরিষদ কার্যালয়ে এসে সমবেত হয়।
এ সময় সভায় বিক্ষোভ সমাবেশ সভাপতির বক্তব্যে হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন এই বৃহত্তর হাতিয়ায় জননেতা মোহাম্মদ আলী সাহেবে নেতৃত্বে থাকাকালীন বিএনপি জামাত নামক কোন সন্ত্রাসবাদী সংগঠন অবস্থান করতে পারবে না । আমরা হাতিয়ার সকল আওয়ামী অঙ্গ সংগঠন জননেতা জনাব মোহাম্মদ আলী সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
তাছাড়া সভায় হাতিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন তারা নির্বাচন আসলে তাদের অরাজকতা শুরু করে দেয়।তাদের কে প্রতিহত করতে সর্বদা হাতিয়া উপজেলা ছাত্রলীগ প্রস্তুত।
এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে আরো বক্তব্য রাখেন দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু সহ অন্যন্য নেতৃবৃন্দরা।