রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি
ভয়াল বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২১ আগস্ট সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের মুজিব মঞ্চে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় হাতিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিনের সঞ্চালনায় ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এই সময় হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন- ১৫ আগস্ট ১৯৭৫ খুনিরা বঙ্গবন্ধুর সহ পরিবারকে নির্মমভাবে হত্যা করেন। ঠিক এসময় আসরের পর মাগরিবের আগে বঙ্গবন্ধুর পরিবারকে নিঃশেষ করতে ও আওয়ামীকে নেতৃশূন্য করতে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে। সেই দিন শত শত নেতাকর্মী আহত হয়েছে।তাদের স্মরণে আজ বিকালে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আমরা দোয়া ও আলোচনা সভার আয়োজন করছি। নিহতদের স্মরণে আমরা সবাই মিলে দোয়া করবো।
তিনি আরো বলেন- হাতিয়ার মানুষ ঐক্যবদ্ধ । যেকোনো সময়ে আওয়ামী লীগের পাশে তারা রয়েছে।
উক্ত দোয়া ও আলোচনা সভা উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা