মোঃ আশরাফুল ইসলাম ,মানিকগঞ্জ প্রতিনিধি.
ভালোবাসার টানে সব বাধা জয় করলেন মানিকগঞ্জের আনন্দ সাহা। হাত-পায়ে ব্যান্ডেজ, স্যালাইন স্ট্যান্ড আর হাসপাতালের শয্যা—এই অবস্থাতেই বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।
নির্ধারিত লগ্ন হাতছাড়া না করতে বৃহস্পতিবার (৪ ঠা সেপ্টেম্বর) রাত ৯টায় শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে পরিবারের সহযোগিতা ও চিকিৎসকদের উপস্থিতিতে সম্পন্ন হয় অনন্য এই বিয়ে।
জানা গেছে, কয়েক দিন আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনন্দ সাহা। এতে তার দুই হাত ও পায়ে মারাত্মক আঘাত লাগে। চিকিৎসাধীন অবস্থাতেই চলে আসে নির্ধারিত বিয়ের দিন। শেষ মুহূর্তে পরিবার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পরে ধর্মীয় আচার অনুযায়ী শয্যাতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, “আনন্দ সাহা বাইক দুর্ঘটনায় আহত হন। যেহেতু ওইদিনই তার বিয়ের দিন ছিল, পরিবার অনুরোধ করায় কনসালটেন্টদের সঙ্গে পরামর্শ করে হাসপাতালেই বিয়ের ব্যবস্থা করা হয়।”
বিয়ের সময় হাসপাতালের চার দেয়ালজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। পরিবার ও স্বজনদের উপস্থিতিতে কনে-বরের চোখে ভাসছিল ভালোবাসা আর বিশ্বাসের অটুট প্রতিচ্ছবি।
স্থানীয়রা বলছেন, জীবনের বিশেষ মুহূর্তে দুর্ঘটনার যন্ত্রণা হার মানিয়েছে ভালোবাসার শক্তির কাছে। হাসপাতালের বিয়ে মানিকগঞ্জবাসীর কাছে এক ভিন্নমাত্রার অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।