ঢাকাMonday , 18 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • হালুয়াঘাটে নিরীহ মোঃ জনি মিয়ার জমি দখলের চেষ্টায় প্রভাবশালীদের   হামলা।

    দেশ চ্যানেল
    September 18, 2023 11:48 am
    Link Copied!

    খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি

    হালুয়াঘাটের নিরীহ মোঃ জনি মিয়ার, উত্তরাধিকারী  সূত্রে পাওয়া, সত্য দখলীয়   জমি। দখলের চেষ্টায় প্রভাবশালীদের প্রতিনিয়ত  হামলা।

    ময়মনসিংহের  হালুয়াঘাটে ৩ নং কৈচাপুর ইউনিয়নের জোকাবিলেরকান্দা গ্ৰামের  বাসিন্দা  মোঃ জনি মিয়ার‌  জমি জবর দখল নিতে সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রকাশ্যে দিবালোকে  অতর্কিত সন্ত্রাসী হামলা ও ভাংচুর তান্ডব চালিয়েছে প্রভাবশালী একটি মহল। এ সময় জায়গার মালিককে সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলায় প্রতিপক্ষের লোকজন বেদড়ক ও অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি ধামকি ও প্রদর্শন করে।   নিজ ক্রয় কৃত  সত্য দখলীয় জমি থেকে বের করে দেওয়ারও  অভিযোগ  উঠেছে।

    বিগত, ২১/০২/২০২৩ ইং তারিখে হালুয়াঘাট উপজেলার ০৩ নং কৈচাপুর ইউনিয়নের  জোকাবিলেরকান্দা গ্রামের বাসিন্দা, মোঃ জনি মিয়ার এর  উত্তরাধিকারী সূত্রে পাওয়া সত্য দখলীয়  জমি  জোরপূর্বক   দখল নিতে। পূর্বপরিকল্পিত ভাবে  ৩নং কৈচাপুর  ইউনিয়নের জোকাবিলেরকান্দা  গ্রামের বাসিন্দা মোঃ সাইদুল ইসলাম(৫৫) ও  তার সহোদর ভাই মোঃ এমদাদুল ইসলাম(৫২), পিতা: মৃত-আঃমতিন,  এর  নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা এই হামলা  চালিয়েছে বলে অভিযোগে জানা গেছে। এই ঘটনায় জমির মালিক মোঃ জনি মিয়া   এর ক্রয় কৃত সত্য দখলীয়  জমির উপর অস্থায়ী ভিত্তিতে টিন দিয়ে একটি  স্থাপনা নির্মাণ করে, জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে।এ ঘটনার সত্যতাও পাওয়া গেছে।   সরেজমিন গুরে জানা যায়।

    এই ঘটনায়  গত  ২৩/০২/২০২৩ ইং তারিখে‌  ভুক্তভোগী, মোঃ জনি মিয়া বাদী হয়ে,  অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট আদালতে, একটি মামলা দায়ের‌ করেন।  যাহার মোকাদ্দমা নং:৩৬৪/২০২৩,  অত্র মামলায় আসামি করেন মোঃ সাইদুল ইসলাম ও মোঃ এমদাদুল ইসলাম কে ।

    বাদী মোঃ জনি মিয়া  বলেন- স্থানীয় প্রভাবশালী মোঃ সাইদুল ইসলাম (৫৫) ও মোঃ এমদাদুল ইসলাম ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে অতর্কিত হামলা চালিয়ে  আমার কয় কৃত সত্য দখলীয়  জমির উপর টিন দিয়ে একটি স্থাপনা নির্মাণ করেন।

    সরেজমিনে দেখা যায়,ময়মনসিংহে হালুয়াঘাট  উপজেলার ৩নং কৈচাপুর  ইউনিয়নের
    জোকাবিলেরকান্দা গ্রামের  প্রভাবশালী মোঃ সাইদুল ইসলাম ও মোঃ এমদাদুল ইসলাম   ও তার সহযোগী মোছাঃ আশরাফা‌ (৪৫), তার সহোদর বোন মোছাঃ‌  আররাফা(৫০),  পিতা: আঃ আওয়াল‌,  ও আশরাফার স্বামী মোঃ ইয়াকুব আলী(৫৪),সাং: কৈচাপুর মাইজপাড়া,  সহ আরো ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা । দীর্ঘদিন ধরে নিরীহ মোঃ জনি  মিয়ার সত্য দখলীয়  জমি  জোরপূর্বক  দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

    মোঃ জনি মিয়ার ক্রয়কৃত সত্য দখলীয়  জমিটির, আগত খতিয়ান‌: ৩৬৪, দলিল নং: ৫০১, খতিয়ান নং :২১৭২, দুই নং রেজিস্ট্রার অনুযায়ী হোল্ডিং নাম্বার: ৪৯৪৩,
    দাগ নং: ১১৬৪
    জমির পরিমান:২০ শতক। মৌজা ও জে.এল.নং: কড়ইকান্দা-৩৮
    ক্রমিক নং:৬১২৪২৩০০৭০২৯

     

    বিষয়টি একাধিক বার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দের নিয়ে  দরবার শালিসে সমাধানের চেষ্টা করিয়াও সমাধান না হওয়ায়,বিষয়টি সমাধানের   জন্য হামলা কারী দের বিরুদ্ধে প্রয়োজনীয়, আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।  এলাকাবাসী ও মোঃ জনি মিয়ার  পরিবার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST