মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ‘গত ১৬-১৭টি বছর শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল। মিছিল বের করলে পুলিশ সটগান দিয়ে গুলি করত। ফেসবুকে স্ট্যাটাস দিলে পুলিশ বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে জেলে পাঠাত। প্রতিবাদ করলেই মামলা, নিপীড়ন আর গুম হতে হতো।’
রোববার (২৬শে জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না। সংস্কারের পাশাপাশি অন্য কাজগুলোও একসাথে করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। সংস্কার হলো চলমান প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া। পুলিশকে নতুন করে ঢেলে সাজাতে হবে তাহলেই আসল সংস্কার হবে। আর যেন কোনো মিটিং মিছিলে শর্টগানের গুলি না চলে সে ব্যাবস্থা গ্রহণ করতে হবে।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। মানুষের সুখ-শান্তির কথা ভাবতে হবে। পুলিশের সংস্কার করতে হবে। বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করেছে। তিনি এবং তার পরিবারের সদস্যরা ২৮ লাক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’
রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা দেশকে করেছিল জ্ঞানশূন্য। সর্বত্রই প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি চালু করেছিল। না লেখলেও পাস করিয়ে দেওয়া হতো। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে। এর থেকে উন্নতি ঘটাতে হলে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’