ঢাকাMonday , 18 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • হিজলায় হত্যা মামলার আসামীসহ ৭ ডাকাত সদস্য গ্রেফতার।

    দেশ চ্যানেল
    September 18, 2023 7:45 am
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন।
    মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

    বরিশালের হিজলা উপজেলার দূর্গম চর থেকে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয় ও ধারালো অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান,৬ রাউন্ড কার্তুজ, ৪ টি ক্রিচ ও ৩ টি রামদা উদ্ধার করা হয়।

    শনিবার ভোররাতে মূলাদী ও হিজলা থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে বলে পুলিশ জানিয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন, মূলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত আবুল কালামের ছেলে কামাল সরদার (৪০) ও জামাল সরদার (৩৫) মুজাহার সরদারের ছেলে মানিক সরদার (৪২), ভোলা সদর উপজেলার চরমনষা গ্রামের বশার মীরের ছেলে আলম মীর (৩৫), একই উপজেলার রামরাসপুর গ্রামের রত্তন বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩৫), মৃত মালেক সরদারের ছেলে মাসুম সরদার (২৬) কন্দ্রকপুর গ্রামের জহিরুল ইসলাম মাঝির ছেলে মেহেদী হাসান মাঝি(২২)।

    এদের মধ্যে কামাল সরদার, জামাল সরদার এবং মানিক সরদার মুলাদীর চরকমিশনার গ্রামের আব্দুর রব হাওলাদার হত্যা মামলার আসামি।

    এছাড়া জুয়েল বেপারী হিজলা থানায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত ২২ আগষ্ট সকাল ৯ টার দিকে মুলাদী উপজেলার চরকমিশনার গ্রামে প্রকাশ্যে ৬০ বছর বয়সী আব্দুর রহমান হাওলাদারকে ইজিবাইক থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলার প্রধান আসামী কামাল সরদারসহ অন্যরা হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের দুর্গম কানাবগীর চরে আত্নগোপন করে।শুক্রবার দিনগত গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন হত্যা মামলার আসামিরাসহ একটি দল ডাকাতির জন্য কানাবগীর চরে জড়ো হয়েছে।এ খবর শনিবার ভোররাতে তিনি (ওসি মুলাদী) ও হিজলা থানার ওসি জুবায়ের আহম্মেদের নেতৃত্বে কানাবগীর চরে অভিযান পরিচালনা করেন। পুলিশি অভিযানের টের পেয়ে ডাকাত দলটি ৩ রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৭ জনকে গ্রেফতার করা হয়।

    ওসি মাহবুবুর রহমান আরো জানান, কানাবগীর চর এলাকায় রাজের চৌধুরীর পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয় ও ধারালো অস্ত্র উদ্বার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক ২ মামলা করা হবে। হত্যা মামলার আসামিদের গ্রেফতারের খবর পেয়ে মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের তিন শতাধিক মানুষ থানার সামনে জড়ো হয়।এ সময় তারা আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।পুলিশের আশ্বাসে তারা শান্ত হয়ে ফিরে গেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST