তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কালি বাজার এলাকায় ৩ অক্টোবর (শনিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড গোডাউন রোডের মৃত মোতাহারের ছেলে হৃদয় (২২) একই এলাকার আলাউদ্দিনের ছেলে মনির (২১)
তজুমদ্দিন থানা সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ায় চাঁদপুর ইউনিয়নের কালি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে ২০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
মামলা শেষে গোয়েন্দা পুলিশ রাতেই তাদেরকে ভোলা কারাগারে প্রেরণ করেন।