আবুজর গিফারী, পাবনাঃ
পাবনার বেড়ায় ২৮ অক্টোবর ২০০৬ সালের ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আসর বেড়া বাস স্ট্যান্ড গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেড়া বাস স্ট্যান্ড গোল চত্তর হতে শুরু হয়ে কানাইবাড়ি মোর পার হয়ে ইছামতি মোর প্রদক্ষিণ করে বেড়া বাজার ধানিয়া হাট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাক্তার আব্দুল বাসেত খান।
প্রধান অতিথির বক্তব্যে হেসাব উদ্দিন বলেন, “২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। ওই দিন পল্টনে যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা সেই দিনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে যেন এমন দুঃসহ ঘটনা আর কখনো না ঘটে সেই আহ্বান জানাই।”
বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার বাসেত খান বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীরা সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের মতামত প্রকাশ করে। কিন্তু কিছু শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইসলামপ্রিয় জনগণকে ভয় দেখাতে চায়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
সমাবেশে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যরা ও বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

