মোঃশাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
আজ পঞ্চগড়ের বোদায় ২ গ্রাম হিরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বোদা থানা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা অফিসার্স ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় তাদেরকে আটক করা হয়, তাদের কাছ হতে ২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়, আটককৃতরা হলেন,বোদা পৌরসভা থানাপাড়া গ্রামের বাসিন্দা ১। মোঃফিরোজ ওরফে, মোবাইল বাবু ( ৩১)পিতা-মৃত নবীর উদ্দিন সাং থানাপাড়া বোদা পঞ্চগড় ২। মোঃলাবিব ইসলাম( ২৪) পিতা বিপ্লব সরকার, সাং মুন্সিপাড়া ভুলি ঠাকুরগাঁ।
গ্রেফতার করে আসামিদের সাথে থাকা ০২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন বোদা থানার এস আই মোঃ আব্দুস সালাম, এস আই আব্দুর রাজ্জাক, এস আই,সাইফুল , এ এস আই মোঃ সাজেদুর রহমান। মাদকদ্রব্য আইনে বোদা থানায় মামলা হয়। মামলা নং- ২১ আসামীদ্বয়কে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।