রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় ৩০ পিচ ইয়াবাসহ মাগুরা জেলার মহম্মদপুর ইউনিয়নের বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সন্জয় বিশ্বাসকে(৩৭) আটক করেছে শালিখা থানা পুলিশ। রোববার রাতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল ইমরান ও (এসআই) অনুপমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের তিলখড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। সন্জয় বিশ্বাস শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের তিলখড়ি গ্রামের সুধাংশু বিশ্বাসের ছেলে। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, শালিখা উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ পিচ ইয়াবাসহ সন্জয় বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কোর্টে সফর্দ করা হয়েছে।