ঢাকাThursday , 10 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

৪১ মামলার পলাতক ২৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামী চিহ্নিত প্রতারক গ্রেফতার।

দেশ চ্যানেল
April 10, 2025 4:56 pm
Link Copied!

যশোর জেলা প্রতিনিধি।

যশোরের ডিবি পুলিশের সফল অভিযানে ৪১ মামলার পলাতক ২৫ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ারকে গ্রেফতার করেছে। প্রতারক ও সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার নিজের নাম পরিবর্তন করে তুহিন নামে আত্মগোপনে করেছিলেন।

যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে‌ ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে এসআই শেখ আবু হাসান,এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও এএসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে প্রতারক দেলোয়ারকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে ৪১টা মামলা রয়েছে। এরমধ্যে ২৫ মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।

এদিকে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন ,প্রতারক দেলোয়ার গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তুহিন নামে পরিচিত ছিলেন। তিনি এক সময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে তিনি চাকরিচ্যুত হন। ব্যাংকে কর্মরত থাকার সময় তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অনেকেই তার বিরুদ্ধে মামলা করেন। সেইসব মামলায় পর্যায়ক্রমে তার বিরুদ্ধে আদালত দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৪১ মামলা রয়েছে। তার মধ্যে ২৫ টি মামলায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে কারাদণ্ড দেন বলে জানিয়েছেন, যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST