মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য ও ভাংগারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে সাইটের বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এনসিপির দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান স্লোগানে মুখরিত করে তোলে। মিছিল শেষে বক্তব্যে ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আকবর মিলিটারি বলেন যেখানেই এনসিপি ও জামাত শিবিরের নেতৃবৃন্দ পাবে সেখানেই তাদের প্রতিহত করবে এবং নজরদারি করবে। ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।