মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার জন্যে আহ্বান জানিয়েছেন-নেতা জসিম।নেতা জসিম নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়ীচর এলাকার আওয়ামী লীগের একজন নিষ্ঠাবান কর্মী ও নেতা।বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের প্রতীক বরাদ্দের পর পরই রয়েছেন নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে।প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডোর টু ডোর গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন।পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জসিমের সাথে কথা হলে তিনি বলেন-আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী।ক্ষুদ্র কর্মী হিসেবে আমার নির্বাচনী এলাকায় মানুষের পাশে গিয়ে,নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের পক্ষে ভোট প্রার্থনা করেছি।জনগণকে বুঝিয়েছি জননেত্রী শেখ হাসিনার করা-রাস্তাঘাট,কালভার্ট,মেট্রোরেল,পদ্মা সেতু,রুপপুর পারমাণবিক কেন্দ্র,বঙ্গবন্ধু টানেল সহ বিভিন্ন রকম উন্নয়নের কথা।আরো বুঝিয়েছি,সোনারগাঁয়ে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয় যুক্ত করলে উন্নয়ন হবে ব্যাপক।যাহা পূর্বে কখনো হয়নি।স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়-নেতা জসিম নৌকা প্রতীক বরাদ্দের পরে আর ঘরে বসে নেই।সে প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে নৌকার ভোট চাইতেন।মানুষকে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতেন এবং নৌকায় একটি ভোট দেওয়ার জন্যে অনুরোধ করতেন।নেতা জসিম আরো বলেন-শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ ই জানুয়ারি সকাল ৮ টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত,ভোট চলাকালীন সময়ে সকল ভোটারগন যেন ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেন।ভোট আপনার নাগরিক অধিকার,দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্যে আহ্বান জানান।