মোঃ আব্দুল আজিজ নিয়ামত পুর (নওগাঁ )প্রতিনিধি
নিয়ামতপুরে শান্তিপুর্ণ ভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। উপজেলার ৬টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৪টি, দাখিলে ১টি এবং ভোকেশনালে ১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় এস এসসিতে মোট ছাত্র-ছাত্রী ১ হাজার ৮’শ ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮জন। দাখিলে মোট ছাত্র-ছাত্রী ৪শ ১জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৭ জন। ভোকেশনালে মোট ছাত্র-ছাত্রী ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫ জন।নিয়ামতপুর উপজেলায় মোট ৬টি কেন্দ্রে ২ হাজার,৩শ,১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অনুপস্থিত।
নকলমুক্ত ও শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষা শুরুর পর উপজেলার ৬টি কেন্দ্র উপজেলা প্রশাসক রূপম দাস পরিদর্শণ করেন।
উপজেলা প্রশাসক রূপম দাস বলেন, সকাল থেকেই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তত্বাবধানে ৬ টি উপজেলায় শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে। মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষা গ্রহণ করেছি।