বরিশাল প্রতিনিধি
বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের শ্রমিক মার্কেট নামক স্হানে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত-১।
জানা যায়, নিহতের নাম মোঃ মেহেদী হাসান বরগুনা আমতলী থানার খেকুয়ানি গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ গাজীর ছেলে মেহেদী হাসান (২৪) ।
বুধবার সকাল ৯:১০মিনিটের সময়ে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের উত্তর পাশে শ্রমিক মার্কেট মহাসড়কে এ মম্মান্ন্তিক দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেল আরোহী বরিশালের দিক থেকে আসে এবং বাসটি বাসস্ট্যান্ডের দিকদিয়ে বের হয়ে শ্রমিক মার্কেট এসেই মুখোমুখি সংঘর্ষে হয়ে মোটরসাইকেলটি রাস্তার পূর্ব পাশে পড়ে যায় ও মোটরসাইকেল চালক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা হয়।
এ সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশ সুরতহল ও মোটরসাইকেল থানায় জব্দ রাখা হয়েছে।
ঘাতক বাস দ্রুত বেপরোয়া গতিতে পালিয়ে যায়,তবে ঘটনাস্থলের পাশাপাশি সিসি ক্যামেরা না থাকায় ঘাতক বাসটিকে চিহ্নিত করা যায়নি,পুলিশ জানায় ঘাতক বাসটিকে চিহ্নিত করতে চেস্টা চলছে।