হারুন শেখ রামপাল প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে পৃথকভাবে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথক পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ চেয়ে পুলিশের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা। এরপরে পু্লিশ কোন ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
জানাগেছে, উপজেলার গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. সফরুল শেখের ২০ মাসের পুত্র সন্তান আজিম শেখ বাড়ীর পাশে খেলা করছিল। সবার অলক্ষ্যে সে বাড়ীর পুকুরে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
একইদিন চিত্রা গ্রামের মো. আলমগীরের কন্যা আয়শা খাতুন (৬) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪ টার মধ্যে বাড়ীর পাশের খালের উপর দিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছিল। ওই সে অসাবধানবশত পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পরে তাকে খালের পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের জানান, পৃথকভাবে ২ শিশুর পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহের বিষয়ে কারো কোনপ্রকার আপত্তি বা অভিযোগ না থাকায় স্ব স্ব পরিবারের কাছে মৃত শিশুদের হস্তান্তর করা হয়েছে।