মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে হিজলা উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভায় জনতার ঢল নেমেছে। শত শত লোক নৌকা প্রতিকের প্লাকার্ড ফেস্টুন, ব্যানার ও পোষ্টার নিয়ে কর্মীসভায় হাজির হয়।নৌকা প্রতিকের পক্ষে মুহ মুহ স্লোগানে এসময় এলাকা মুখরিত হতে থাকে।
সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৩ টায় হিজলা উপজেলার কাউরিয়া স্কুল মাঠে হিজলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ। এসময় সাম্মী আহম্মেদ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এসময় উক্ত কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, হিজলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহম্মেদ।
এসময় হিজলা – মেহেন্দিগঞ্জ, কাজীরহাট থানা আওয়ামীল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।