ঢাকাWednesday , 18 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সাজেকে কলা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা

    দেশ চ্যানেল
    October 18, 2023 6:41 am
    Link Copied!

    রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

    রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনাবাদি জমিতে বেড়েছে কলা চাষ। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় কলা চাষে ঝুঁকছেন চাষিরা। কলার ফলন ও বাজার দর ভালো হওয়ায় হাসি ফুটছে চাষিদের মুখে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাঘাইছড়ি সাজেক ও বঙ্গলতলি ইউনিয়ন ১২০ একর জমিতে কলা চাষ হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে সাজেক ইউনিয়নের গঙ্গারাম ও শুকনোছড়া এলাকায়।

    সাজেক ইউনিয়নের বাঘাইহাট বামে বাইবাছড়া গ্রামের কলাচাষি জ্ঞান চাকমা বলেন, ৩ বছর আগে ৩০ শতক জায়গায় ৪৩০টি কলা চারা রোপণ করার মাধ্যমে কলা চাষ শুরু করেছি। ১ বছর পর গাছে ফলন আসে। এ পর্যন্ত ৮০ হাজার টাকার কলা বিক্রি করেছি। আরও বিক্রি করতে পারবো বলে আশা করি।

    সাজেক ইউনিয়নের হাজাছড়া এলাকার কলাচাষি বৌদ্ধ চাকমা নামে বলেন, ৩ বছর আগে ২৪ শতক জমিতে কলাচাষ শুরু করি। এর আগে জমিগুলো অনাবাদি পড়ে থাকত। একেবারে খালি পড়ে থাকার চেয়ে কলাচাষ করে যা আয় হচ্ছে তা অনেক ভালো। এবং পরিবারিক ভাবে সংসার চলছে বলে মন্তব্য করেন।

    সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সাজেকে কলাচাষ বেড়েছে। এখানে একজনের দেখাদেখিতে অনেকে কলাচাষে আগ্রহী হয়ে উঠছেন। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের কারিগরি সহায়তা দিয়ে থাকি।

    অতুলাল চাকমা বলেন এই বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এ বছর কলার ভালো ফলন হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST