ঢাকাThursday , 19 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শারিরিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার

দেশ চ্যানেল
October 19, 2023 1:15 pm
Link Copied!

জেলাপ্রতিনিধি : নড়াইল

নড়াইলের লোহাগড়ায় মো. নুর ইসলাম ওরফে নুর মিয়া (৬০) নামে এক শারিরিক প্রতিবন্ধী ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে ওই শারিরিক প্রতিবন্ধীর নিজ বাড়ির ঘরে ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ওই ব্যক্তি উপজেলার চরশামুকখোলা গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বধুবার দিবাগত রাতের কোনো এক সময় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছায় এবং ওই প্রতিবন্ধীর নিজ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে তার লাশ থানা নিয়ে আসা হয়।

এই আত্মহত্যা নিয়ে এলাকায় সমোলচনার ঝড় উঠেছে একজন শারীরিক প্রতিবন্ধী কি ভাবে ফ্যানের হুকের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করতে পারে?

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্নহত্যা তা ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST