ঢাকাFriday , 20 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় থানা ভূয়া পুলিশ ইন্সপেক্টর অনিক গ্রেফতার।

দেশ চ্যানেল
October 20, 2023 5:03 pm
Link Copied!

তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি :

খুলনার রূপসা থেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয়দান কালে অনিল কুমার বিশ্বাস ওরফে অনিক(৪০)নামের এক ভুয়া পুলিশ কর্মকর্তা কে গত ১৯ অক্টোবর রাত ১১টার সময় গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ।গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা খুলনার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন নেতৃত্বে এসআই আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপথ-এ অবস্থান কালে রাস্তার উপর থেকে ১৯ অক্টোবর রাত ১ টার সময় আসামী অনিল কুমার বিশ্বাস ওরফে অনিক (৪০) নামের এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করে।অনিক চূয়াডাঙ্গার চূয়াডাঙ্গা সদর থানার হিজলগাড়ী গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাসের ছেলে।সে বর্তমানে বাগেরহাটের ফকিরহাট থানার লকপুর বসবাস করছিলো।আসামীর হেফাজত থেকে ১টি ফেইক পুলিশ আইডি কার্ড,১টি ফেইক পুলিশ ভিজিটিং কার্ড,১টি মোবাইল ফোন, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ,বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের ১টি কোটি যাহার সামনে ও পিছনে ইংরেজিতে বড় অক্ষরে SB লেখা আছে,বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু,এক জোড়া কাল রংয়ের স্যু,বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট।এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST