আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল,
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১’শত গরীব ও অসহায় হিন্দুদের মাঝে নগদ অর্থ,খাদ্য ও বস্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ,খাদ্য ও বস্র বিতরণ করেন, টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের বরটিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী,নব-আলো গ্রুপের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মামুন।
নগদ অর্থ বিতরণকালে মাহফুজুর রহমান মামুন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকি এবং ধর্ম যার যার উৎসব সবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।
তিনি আশা ব্যক্ত করেন, যুগ যুগ ধরে বহমান পাথরাইল ইউনিয়নের সম্প্রীতি সবসময়ই অঁটুট থাকবে।