ঢাকাSunday , 22 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র বর্ণাঢ্য র‍্যালি

দেশ চ্যানেল
October 22, 2023 3:26 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

” আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও বনার্ঢ্য র‍্যালি পালিত হয়েছে।
রোববার ( ২২ অক্টোবর ২০২৩) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য শোভাযাত্রায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে (নিসচা) কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
সহকারী পরিচালক ইজিঃ মো. আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে দিবসটি উপলক্ষে দিকনির্দেশক মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল করিম মুক্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন, সড়ক বিভাগ সিরাজগঞ্জের উপ- বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুর রহমান নিলু, বিআরটিএ সার্কেল মোটরযান ও পরিদর্শক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আমির হোসেন,
নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক সৈয়দ নুতন শিরাজী, সদস্য সচিব আবু লায়েস উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক এ এইচ এম মহিবুল্লাহ মহিব, নির্বাহী সদস্য মো. আব্দুল মোমিন সরকার, মো. চবিরুল ইসলাম, মোহাম্মদ রুবেল হোসেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সিরাজগঞ্জের কার্যনির্বাহী সদস্য মো. রোমান আহমেদ, মটর শ্রমিক ইউনিয়ন ও সিএনজি মালিক সমিতি ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST