মোঃ রইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
মেঘনা নদীতে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য অভিযান পরিচালনা করে ১ লাখ ৪০ হাজার মিটার টোনা জাল সহ ৩ কেজি ছোট ইলিশ মাছ জব্দ করা হয়েছে।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ প্রজননের সময় ডিমওয়ালা ইলিশ ধরার অপরাধে জেলেদের কাছ থেকে টোনা জাল ও ছোট ইলিশ জব্দ করেছে সোনারগাঁও উপজেলা মৎস্য অফিস।নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড.ফজলুল করিম এই মৎস্য অভিযানের নেতৃত্ব দেন।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার সহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।সোনারগাঁও মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান-সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে টোনা জাল ফেলে মা ইলিশ ধরার চেষ্টা করছিলো।খবর পেয়ে, জেলা মৎস্য কর্মকর্তা উপস্থিতি ফতুল্লা কোষ্ট গার্ডের সহায়তায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় আমাদের দেখতে পেয়ে জাল ও মাছ ফেলে জেলেরা পালিয়ে যায় পরে জব্দকৃত জাল গুলি বৈদ্যের বাজার ঘাটে নিয়ে এসে পুড়িয়ে ফেলা হয়।অবশেষে ছোট মাছগুলোকে গরীব মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।