ঢাকাTuesday , 24 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ঝালকাঠিতে চলছে নিষেধাজ্ঞা, অভিযানে ৩১ হাজার মিটার জাল ও ৫২ কেজি ইলিশ জব্দ

    দেশ চ্যানেল
    October 24, 2023 2:20 pm
    Link Copied!

    মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধঃ

    ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৩১ হাজার মিটার কারেন্ট জাল ও ৫২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধা পর্যন্ত এ অভিযানে এসব জব্দ করা হয়। অভিযানের সময় নদী থেকে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে জব্দকৃত জাল সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

    ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, ঝালকাঠি সদরে বিভিন্ন পয়েন্টে দিনরাত অভিযান চালানো হয়। এছাড়াও ইলিশ রক্ষা কার্যক্রমে ঝালকাঠি সদর উপজেলায় ২ টিমে এ অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেয়া হচ্ছে।

    ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে ৩১ হাজার মিটার জাল ও ৫২ কেজি ইলিশ মাছ জব্দ করে মৎস্য বিভাগ। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেয়া হচ্ছে। এছাড়াও  ইলিশ রক্ষা কার্যক্রমে ঝালকাঠি ৪ উপজেলায় ১৫টি টিমে এ অভিযান অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST