পঞ্চগড় জেলা সংবাদদাতা:
পঞ্চগড়ে আ.লীগ নেতা কর্তৃক নিজ দলের নেত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে।অভিযুক্ত নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
ভুক্তভোগী ওই নারী নেত্রী ইউনিয়ন আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক তিনি জানান,আ.লীগে পদ দেয়ার কথা,বিয়ের আশ্বাসে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সিদ্দিকুর রহমান। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে এলাকায় ও ঢাকাসহ ভারতের বিভিন্ন আবাসিক হোটেলসহ ভাড়া বাসাতেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন। তবে কিছু দিন ধরে বিয়ে করতে চাপ দিলে সিদ্দিকুর টালবাহানা শুরু করেন। ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে সিদ্দিকুর তাকে বিভিন্ন হুমকিও দেন বলে অভিযোগ করেন ওই নারী নেত্রী।
তবে এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিকুর রহমান বলেন,বাজারের পাশে বাসা হওয়ার কারনে মাঝে মধ্যে তার বাড়িতে যাওয়া হয়।আর টাকার বিনিময়ে তাকে ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।
কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো,জালাল উদ্দিন এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।