রাশেদুল ইসলাম
সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী।
২৪ অক্টোবর ( মঙ্গলবার) সন্ধ্যায় ইউনিয়নে চেয়ারম্যানের কক্ষে ঘুর্ণিঝড় হামুন মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপের কথা তুলে ধরে চেয়ারম্যান বলেন- প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা নিজেরা সচেতন হয়ে অন্য দের কে সচেতন করতে হবে ঘুর্ণিঝড় এর প্রভাবের কথা স্থানীয় জনগণকে বলে তাদের কে আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহী করতে হবে। এই সময় ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া সোহেল বলেন- আমরা ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত রেখেছি।আপনারা জনগন কে ঘুর্ণিঝড় হামুন সম্পর্কে ধারণা দিয়ে তাদের কে আশ্রয় কেন্দ্র আসার জন্য অনুপ্রাণিত করবেন। তিনি আরও বলেন দুর্যোগ মোকাবিলায় ইউনিয়নে একটি হটলাইন চালু করা আছে যেকোনো মুহুর্তে সহযোগিতা করতে গঠন করা হয়েছে জরুরী টিম।
এই সময় ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।